Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৯:৩৩

বগুড়া: জেলার বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়াবটতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৭ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সাঈদ (৪০) ও আবুল কালাম আজাদ (৪৫)।

রোববার (২৮ মার্চ) হাইওয়ে পুলিশ জানায় রাত ৯টার দিকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি একটি লং ভেহিক্যালকে ধাক্কা দেয়। এসময় মির্জাপুরগামী একটি মোটরসাইকেলকেও ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচের খাদে পড়ে যায়।

পরে আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে একজন সেখানেই মারা যান। অপরজনকে শেরপুর থেকে বগুড়ার একটি ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দু’টি ট্রাকই জব্দ করা হয়েছে। নিহতদের বাড়ি শেরপুর উপজেলার মির্জারপুর এলাকায়।

সারাবাংলা/এমও

২ জনের মৃত্যু বগুড়া মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর