Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে আদালত ভবন থেকে যুবকের লাশ উদ্বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৯:২১

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নির্মাণাধীন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সিঁড়ির পাশ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে নির্মাণাধীন ১০তলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনের নিচতলার সিঁড়ির পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রোববার দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখন পর্যন্ত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার পরিচয় বের করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার জন্য চেষ্টা করছি। নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার আদালত ভবন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর