Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৯:১৩ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৯:২০

ঝিনাইদহ: জেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রোকন উদ্দিন মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোকন উদ্দিন মোল্লা ওই গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শেখপাড়া গ্রামের বাড়িতে রোকন উদ্দিন গোয়াল ঘর তুলছিলেন। এসময় চাচাতো ভাই শীলু মোল্লা বাধা দিলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শীলু মোল্লা রোকন উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে রোকন গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

জমি নিয়ে বিরোধ ঝিনাইদহ যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর