Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের স্থগিত দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৯:১৪

ঢাকা: নির্বাচনের দুদিন আগে দ্বিতীয় বারের মতো স্থগিত করা হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন। রোববার (২৮ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ারের সই করা এক প্রজ্ঞাপনে নির্বাচন স্থগিতের কথা জানানো হয়। আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের তারিখ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সকল নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইসির এক প্রজ্ঞাপনে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন প্রথম দফায় স্থগিত করা হয়। পরে গত ১৮ মার্চ স্থগিত হওয়া পৌরসভার নির্বাচনের নতুন তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল, সে অবস্থান থেকেই নতুন সময়সূচি অনুযায়ী নির্বাচন হবে। নতুন করে কেউ আর নির্বাচনে মনোনয়নপত্র দাখি করতে পারবেন না।

সারাবাংলা/জিএস/এমআই

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর