Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকেন-হেরোইন রাখার মামলায় সন্দ্বীপের আফসানার জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৬:২৮

ঢাকা: কোকেন ও হেরোইন সংগ্রহ করে নিজের কাছে রাখার অভিযোগের মামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আফসানা মিমিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আফসানা মিমির জামিন স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের জানান, আফসানা মিমিকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন।

জানা যায়, আফসানা মিমি চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা। তিনি ২০১৯ সালের জানুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর একই মামলার আসামি চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ওই দিন রাষ্ট্রপক্ষ জানিয়েছিল, দেশ-বিদেশ থেকে ৩০২ দশমিক ৩৫৯ কেজি হেরোইন ও ৫ দশমিক ২৯৮ কেজি কোকেন সংগ্রহ ও হেফাজতে রাখার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় ২০১৯ সালের ১২ জানুয়ারি এ মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সারাবাংলা/কেআইএফ/এমআই

আফসানা মিমি জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর