Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণ রায়কে আটক করেছে পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৬:২৯ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৭:৩৯

নিপুণ রায় চৌধুরী, ফাইল ছবি

ঢাকা: বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে রায়েরবাজার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন নিপুণ রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সারাবাংলাকে তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশের একটি দল রায়ের বাজার বাসায় ঢুকে নিপুণ রায় চৌধুরীকে আটক করে। এখন কোথায়, কী অবস্থায় তাকে রাখা হয়েছে, সে ব্যাপারে আমরা কিছু জানি না।’

বিজ্ঞাপন

জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ সারাবাংলাকে বলেন, ‘আমি এখন পর্যন্ত কিছু জানি না। খবর নিয়ে দেখি।’

এর আগে নিপুণ রায় চৌধুরীর একটি অডিও বার্তা ফাঁস হয়। সেখানে তাকে বলতে শোনা গেছে, পরিচিতি একজনকে হরতালের দিন বাসে আগুন দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

আটক নিপুণ রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর