Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরতালেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজারের সূচক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৬:১৮

ঢাকা: সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যেও পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখীতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। রোববার (২৮ মার্চ) দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা কমেছে।

রোববার (২৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫০টি কোম্পানির ১২ কোটি ৯ লাখ ৮৯ হাজার ২৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৮২ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ২৩ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া এদিন ডিএসই-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৮ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১২ কোম্পানির ৬৫ লাখ ৬০ হাজার ৫৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ২৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমআই

টপ নিউজ পুঁজি বাজার লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর