বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় মামলা
২৮ মার্চ ২০২১ ১৫:০০ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৫:১৮
ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেছে। ওই মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) রাতে পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এজাহারে আসামীদের কারও রাজনেতিক পরিচয় উল্লেখ করা হয়নি।
পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া রোববার (২৮ মার্চ) দুপুরে মামলার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, শুক্রবার (২৬ মার্চ) জুম্মার নামাজের ফরজ নামাজ শেষে কিছু মুসল্লি জুতা প্রদর্শন করলে আরেকদল মুসল্লি তাতে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ এক পর্যায়ে মসজিদের বাইরে চলে আসে এবং সহিংসতায় রূপ নেয়। এই সংঘর্ষ থামাতে পুলিশ পরে গুলি ও টিয়ারশেল ছোড়ে।
মামলার এজাহারে বাদী পুলিশ সদস্য উল্লেখ করেছেন, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ মোট এক হাজার ১৩৭টি গুলি ছুড়েছে। এরমধ্যে ৮২৭টি রাবার বুলেট ও ৩১০টি সীসার গুলি। একই সময় ৯৩টি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।
সারাবাংলা/ইউজে/একে