Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের হামলায় মাথা ফাটলো ওসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৪:৩৫ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৬:২০

মুন্সিগঞ্জ: দায়িত্ব পালনকালে হামলা চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনের মাথা ফাটিয়ে দিয়েছে হেফাজতে ইসলামের অনুসারীরা।

রোববার (২৮ মার্চ) শিকারপুর ও শুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হেফাজতের হামলায় ওসি, এসআই সেকেন্দার আলীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ও নিমতলি এলাকায় জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টা চালাচ্ছিল হেফাজতের কর্মীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপরবড় বড়শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে তাদের করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হেফাজত অনুসারীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হামলায় সিরাজদিখান থানার ওসির মাথা ফেটে গেছে। আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার।

সারাবাংলা/এসএসএ

মুন্সীগঞ্জ হরতাল হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর