Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় চার্চে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২১ ১৪:২৭

ইন্দোনেশিয়ার মাকাসসার শহরের একটি ক্যাথলিক চার্চে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ সদর দফতরের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানায়, সুলাইয়েসি দ্বীপের একটি ধর্মীয় জমায়েতের মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে।

এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশ মনে করছে হামলার সঙ্গে স্থানীয় কোনো উগ্রপন্থী গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে।

সারাবাংলা/একেএম

আত্মঘাতী বোমা হামলা ইন্দোনেশিয়া ক্যাথলিক চার্চ