ক্যালিফোর্নিয়া দাবানল: এক হাজার বসতি পুড়ে ছাই
১২ ডিসেম্বর ২০১৭ ১১:১৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১২:০৬
সারাবাংলা ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে এক হাজার বসতি পুড়ে ছা্ই হয়ে গেছে। শত শত অগ্নি নির্বাপক কর্মী ক্যালিফোর্নিয়া দক্ষিণাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণ আনতে পারছেন না।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে পঞ্চম সবচেয়ে বড় দাবানল এটি। মনে করা হচ্ছে, নিউইয়র্ক ও বোস্টন শহর দুটি মিলে যে আয়তন, সেই পরিমাণ জায়গা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাবানল থেকে বাঁচতে পালাবার সময় সড়ক দুর্ঘটনায়, ৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
টমাস কাউন্টি ফায়ার কর্মকর্তারা জানান, সোমবার সন্ধ্যায় ভেঞ্চুরা ও স্যান্টা বারবারা কাউন্টি থেকে ৯৩ হাজার ২৪৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সারাবাংলা/ এমএইচটি/জিঅা