Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত-পুলিশ সংঘর্ষ, নিহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ২৩:৩৫

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে মাদরাসার ছাত্রদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার নন্দনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে নিহতরা হলেন- নন্দনপুরের হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২), সদর উপজেলার কাউসার মিয়া (২৪) ও জোবায়ের (১৪)। এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিন, বাছির মিয়া ও ছাদেক মিয়া নামে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিকেলে ও সন্ধ্যায় হেফাজতে ইসলামের সমর্থকরা বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ সরাইল থানায় তাণ্ডব চালিয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোঁড়ে। কয়েকজন মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি। সদর হাসপাতালে নেওয়ার পর কয়েকজন মারা গেছে বলেও জেনেছি। তবে কতজন মারা গেছে তা জানি না।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি, র‌্যাব ও বিজিবির সদস্যরা মাঠে রয়েছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বিকেলে নন্দনপুর বাজার এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে মোদিবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুস শামস জানান, সন্ধ্যার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার মিয়া ও জোবায়ের নামে দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদরাসাছাত্র ও স্থানীয়দের বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এতে ক্যাম্পে থাকা ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ নিহত ৫ ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ হেফাজত-পুলিশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর