সীমান্ত হত্যার সমাধান সীমান্ত হাট বাড়ানো: মোদি
২৭ মার্চ ২০২১ ২২:০৩ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ২২:০৬
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, সীমান্তে অবাধ বাণিজ্য হলে এবং সে জন্য প্রচুর সীমান্ত হাট চালু করতে পারলে সীমান্তে হত্যার মতো ঘটনা নিয়ন্ত্রণ করা যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।
শনিবার (২৭ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নরেন্দ্র মোদির কাছে আমাদের প্রধানমন্ত্রী সীমান্ত হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর সমাধানের কথা বলেছেন। তখন নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে, সীমান্তে হাট তৈরি করা গেলে এ সমস্যার অনেকখানি সমাধান হবে। হাটের মাধ্যমে সীমান্তে ব্যবসা-বাণিজ্য অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান থাকলে সীমান্ত হত্যার বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
সারাবাংলা/জেআইএল/এমআই