Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামী-শাশুড়ির দেওয়া আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৭:৪৭

ঢাকা: স্বামী-শাশুড়ির দেওয়া আগুনে পুড়ে যাওয়া গৃহবধূ শারমিন আক্তার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। শনিবার (২৭ মার্চ) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাবিলের বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে শারমিনের শরীরে আগুন দেন স্বামী-শাশুড়ি। সেইদিন রাত সাড়ে দশটার দিকে দগ্ধ ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে।

বিজ্ঞাপন

গৃহবধূ শারমিন গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার এলাকার কোরবান আলীর স্ত্রী। শারমিনের বাবার বাড়িও একই এলাকায়।

দু’বছর আগে কাবিলের বাজার এলাকায় ইসমাইল হোসেনের ছেলে কোরবানের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে শারমিনকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মারপিটের পর তার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলছুম বেগম।

এরপর শারমিনের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে গৃহবধূর স্বামী কোরবান ও শ্বাশুড়ী কুলসুমকে আসামি করে গাইবান্ধায় থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কাবিলের বাজার এলাকার একটি বাড়ি থেকে স্বামী কোরবান আলী (৩০) ও শাশুড়ি কুলসুম বেগমকে (৪৫) গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমও

গৃহবধূর মৃত্যু স্বামী-শাশুড়ি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর