Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে গুলিতে ৬৪ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২১ ১৭:৫১ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ২১:০৮

মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস পালনের দিনে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। সেনা সরকারের হুঁশিয়ারি অমান্য করে সকাল থেকেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে গুলি চালায় সশস্ত্র নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

আইনপ্রণেতাদের সংগঠন সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা বলেন, সশস্ত্র বাহিনীর জন্য একটি লজ্জার দিন। তিনশ’র বেশি মানুষকে গুলি করে হত্যার পর তারা সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছে।

এর আগে গতকাল শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সতর্কবার্তায় বিক্ষোভকারীদের উদ্দেশে বলা হয়, আপনাদের এর আগের মৃত্যুগুলো থেকে শেখা উচিত। আপনারা মাথা ও পিঠে গুলিবিদ্ধ হওয়ার মতো বিপদে পড়তে পারেন।

সারাবাংলা/এএম

জান্তা সরকার মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর