Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি: সিটিসেলের সাবেক কর্মকর্তা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১১:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রবি ও এয়ারটেল অপারেটরের ৭০০ সিমসহ বন্ধ হয়ে যাওয়া সিটিসেল কোম্পানির সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সিমগুলো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চড়া দামে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মো. শাহজাহান (৩৭) লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের আবদুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ২০১১ সালে শাহজাহান সিটিসেল কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তখন তিনি প্রযুক্তিগত কিছু কৌশল শেখেন। কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি বিভিন্ন অপারেটরের সিম সংগ্রহ করে নিবন্ধন করে বিক্রি শুরু করেন। সম্প্রতি তিনি বগুড়া থেকে ৭০০ সিম এনেছেন। সেগুলো বিভিন্ন গ্রাহকের নামে নিবন্ধন করা। আমরা জানতে পেরেছি, অধিকাংশ গ্রাহকের সঙ্গে প্রতারণা করে এসব সিম নিবন্ধন করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে এডিসি আবু বকর বলেন, জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, সিমগুলো শাহজাহান রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির জন্য এনেছিলেন। সেখানে একেকটি সিম সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। রবি এবং এয়ারটেলের কয়েকজন বিক্রয় প্রতিনিধি শাহজাহানের সঙ্গে একইকাজে যুক্ত বলে আমরা জানতে পেরেছি।

সারাবাংলা/আরডি/এএম

টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প সিম বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর