Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের ওপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত: ঢাবি সাংবাদিক সমিতি

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১০:৩৫

পেশাগত দায়িত্বপালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে দুই সাংবাদিকের মারধরের শিকার হওয়ার ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত হামলা’ বলে দাবি করেছে ঢাবি সাংবাদিক সমিতি।

তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেছেন, এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে সংগঠনটির দফতর সম্পাদক ইসমাইল সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এসব কথা জানান।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অন্যথায়, দেশের সকল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিবাদ ও বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে গুরুতর হামলার শিকার হন ঢাবি সাংবাদিক সমিতির সদস্য, দৈনিক প্রথম আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার এবং বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবিদ হাসান রাসেল। আসিফ হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডস্থ শিক্ষক কোয়ার্টারের ভেতরে হামলার শিকার হন। তার মাথায় ও মুখে গুরুতর জখম হলে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে বেসরকারি ক্লিনিক ল্যাবএইডে ভর্তি করা হয়।

অন্যজন বাংলা ট্রিবিউনের আবিদ হাসান রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসির) মূল ফটকে হামলার শিকার হন। হামলার ঘটনায় রাসেলের বাম হাত মারাত্মকভাবে জখম হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এএম

টপ নিউজ ঢাবি সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর