Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে গুলিতে আহত ৬ জন ঢামেক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ২৩:৩৮

ঢাকা: যাত্রাবাড়ী কুতুবখালি থেকে শটগানের গুলিতে আহত ৬ জনসহ মোট ৮ জনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আসেন তারা।

আহতরা হলেন- মাদরাসা ছাত্র আবু বক্কর (২২), সাব্বির রহমান (২২), আবু তৈয়ব (২২), নুরুল্লাহ (২২), পথচারী মো. মকবুল (৩৫), ও দোকান কর্মচারী মো. শাহিন (১৯) এবং মারধরে আহত যুবলীগ কর্মী মো. সজিব (৩২) ও মো. মামুন (৩২)।

গুলিবিদ্ধ আহত শাহিনের ভাই মো. ইমরান জানান, তাদের বাসা যাত্রাবাড়ি টানপাড়া গলিতে। শাহিন বঙ্গমার্কেটে কাপড়ের দোকানে কাজ করে। দোকান বন্ধ থাকায় ঘুরতে বের হয়েছিল সে। পরে জানতে পারি কুতুবখালিতে গুলিবিদ্ধ হয়েছে শাহিন। সেখান থেকে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিভাবে শাহিন গুলিবিদ্ধ হয়েছে তা জানতে পারিনি।

শাহিনকে হাসপাতালে নিয়ে আসা এক পুলিশ সদস্য জানান, বিকাল থেকে কুতুবখালিতে মাদরাসা ছাত্ররা সড়ক অবরোধ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের গুলি করে। এতে শাহিন নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ি কুতুবখালি থেকে ৬ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক না।

সারাবাংলা/এসবি/এমও

ঢামেক হাসপাতাল যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর