Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে সংঘর্ষ: ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ১৩৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ২২:৪৬

ঢাকা: বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে হেফাজত অনুসারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় এখন পর্যন্ত ১৩৫ জন বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৫ জন সাংবাদিক রয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পরপরই আহতরা হাসপাতালে আসেন।


আহতরা হলেন- মো. আজিম (৩০), টুটুল (৩৯), দিদার (৩৮), লালবাগের আজিজ ব্যাপারী (৪০), আরিফ (৩২), তারেক (২৫), শফিক (৪৬), সোহেল রানা (৩৫), সোহেল (৩০), একাত্তর টিভির টিভির ইশতিয়াক ইমন (৩১), মুরাদ (৩৬) নজরুল ইসলাম (৪৪) রিয়াদ (৩৫) খাইরুল (৩৫) চঞ্চল (৩৪), শহিদুল (৩২), মাইদুল দেওয়ান (২৯), জীবন মিয়া (৪২), গাজী মাজহারুল ইসলাম (৫০), ইমন খান (৩৮), মো. হাবিব (৩৬) আসাদুল (৩০), নিয়ামুল ইসলাম খান (৩০), নাসির আহমেদ (৪৫), সাজ্জাদুর রহমান (৩০) আনোয়ার হোসেন (৪২), শহিদুল ইসলাম টুটুল (৪২), মেহেদী হাসান সামির (২১), দুলাল (২৭), মনির (৩০), দুলাল হোসেন (৪০), শাহাদত হোসেন (২৫) ও ডেইলি স্টারের রিপোর্টার প্রবীর দাস।

আহতদের মধ্যে চার জনকে ভর্তি দেওয়া হয়েছে বলে জানান পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, শুক্রবার রাত পৌনে ৮টা পর্যন্ত ১৩৫ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে চারজনকে ভর্তি দেওয়া হয়। ভর্তিরতরা হলেন- মাহাতাব হোসেন (৩২), বাবু (৪০), সামির (২১) ও রহমতুল্লাহ (৪৮)। এছাড়া আহত গুলিবিদ্ধ শাহাদতকে (২০) বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত শাহবাগ থানা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট নিয়ামুল ইসলাম খান জানান, তারা বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করছিলেন। সেখান থেকে বাইরে এলে মসজিদের ভেতর থেকে ইট পাটকেল ছুড়ে মারা হয়। এতেই তারা আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

ঢাকা মেডিকেল বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর