Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় শুধু ঢাকায় মারা গেছে ৫ হাজার, মোট মৃত্যু ৮৮৩০ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ২১:৫৭ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ০০:০১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য বলছে, এর মধ্য গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ জন মারা গেছে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে আট হাজার ৮৩০ জন কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মারা গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে পাঁচ হাজার জন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৭৩৭ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার বিপরীতে ১৩ দশমিক ৬৯ শতাংশ। এদিন কোভিড-১৯ সংক্রমিত হয়ে ৩৩ জন মারা গেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে যা চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞতিতে দেখা যায়, দেশের আট বিভাগের পরিসংখ্যান অনুযায়ী কোভিড-১৯ সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সবচাইতে বেশি মৃত্যুবরণ করেছে ঢাকাতেই। এই বিভাগে এখন পর্যন্ত ৫৬ দশমিক ৬৩ শতাংশ হারে পাঁচ হাজার জন মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৬১৫ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মৃত্যুবরণের হার ১৮ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ নিয়ে সবচাইতে কম ব্যক্তি মারা গেছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে দুই দশমিক ২৭ শতাংশ হারে ২০০ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে ছয় দশমিক ৪৭ শতাংশ হারে ৫৭১ জন মারা গেছে কোভিড-১৯ সংক্রমিত হয়ে। যা এখন পর্যন্ত দেশে তৃতীয় সর্বোচ্চ। এছাড়াও রাজশাহী বিভাগে ৫ দশমিক ৫৫ শতাংশ হারে ৪৯০ জন, রংপুর বিভাগে চার দশমিক ২০ শতাংশ হারে ৩৭১ জন মারা গেছে।

বিজ্ঞাপন

এছাড়াও সিলেট বিভাগে তিন দশমিক ৫৮ শতাংশ হারে ৩১৬ জন এবং বরিশাল বিভাগে তিন দশমিক ০২ শতাংশ হারে ২৬৭ জন মারা গেছে।

উল্লেখ্য, দেশে করেনা সংক্রমণ নিয়ে দেশে প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চের স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে। ওই ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, যে ব্যক্তি মারা গেছেন তিনি সত্তরোর্ধ্ব। তার শ্বাসকষ্ট (সিওপিডি) ছাড়াও হৃদরোগ ও কিডনিজনিত সমস্যা ছিল। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছিলেন।

এর পর থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে আট হাজার ৮৩০ জন।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর