Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেনাপোলে বিজিবি-বিএসএফ মিলন মেলা

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৯:৫৬

বেনাপোল: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ প্যারেডে অংশ নেন।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফের বিপুলসংখ্যক সদস্য ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। দীর্ঘ ১ বছর পর এই প্রথম বিজিবি ও বিএসএফ’র যৌথ প্যারেড হয়।

বিজ্ঞাপন

এসময় দুই বাহিনীর সদস্যরা পরস্পর মিষ্টি বিতরণ ও ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভুইয়া, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান।

এছাড়া বিএসএফে’র পক্ষে উপস্থিত ছিলেন- ১৭৯ বিএসএফ’র কমান্ডিং অফিসার অরুণ কুমার সিংহ, ও কর্নেল অনিল কুমার ও কর্নেল সুরেন্দ্র সিং।

সারাবাংলা/এমও

বিএসএফ বিজিবি বিজিবি-বিএসএফ বেনাপোল মিলন মেলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর