Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে মোদির কাছে সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৮:১৩

ঢাকা: বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই সাক্ষাতে ভারতের কাছে রোহিঙ্গা সংকট নিরসনে আবারও সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি আগামী ৫০ বছরে এই অঞ্চলের দেশগুলো যেন সমানভাবে সমৃদ্ধ হতে পারে, সেজন্য নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে রোহিঙ্গা ইস্যু সমাধানে তাদের সহায়তা চেয়েছি। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামী ৫০ বছরে এই অঞ্চলের দেশগুলো যেন সমানভাবে এগিয়ে যেতে পারে এবং সমৃদ্ধিতে সমতা থাকে তা নিশ্চিত করতে নরেন্দ্র মোদির প্রতি আহবান জানিয়েছি।’

সারাবাংলা/জেআইএল/এমও

নরেন্দ্র মোদি পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর