Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকভর্তি জাটকাসহ চালক-হেলপার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৭:৪৫

বরিশাল: বরিশালে ট্রাক থেকে ৮৬ মণ জাটকা উদ্ধার করাসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) ভোরে সদর নৌ থানা পুলিশের সদস্যরা শহরের রুপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলোক চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে রাজধানী ঢাকায় জাটকা পরিবহন করা হচ্ছে-এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়।

বিজ্ঞাপন

এসময় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামে থাকা ৮৬ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। ট্রাকচালক মো. মিলন ও হেলপার মো. আরিফকে আটক করা হয়।

তিনি আরও জানান, বেলা ১১টায় মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়।

সারাবাংলা/এমও

চালক-হেলপার জাটকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর