Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির সঙ্গে জাপা নেতাদের বৈঠক, সম্পর্ক আরও জোরালো হওয়ার আশা

স্পেশাল করেসপন্ডেট
২৬ মার্চ ২০২১ ১৭:৩৭

ঢাকা: সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতারা। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে আরও ছিলেন- বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বিজ্ঞাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান জাতীয় পার্টি নেতারা।

বৈঠকে মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহায়তা, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন, করোনাকালে বাংলাদেশকে টিকা ও অ্যাম্বুলেন্স দেয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপার প্রতিনিধি দল। তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি বন্টনে বাংলাদেশ যেনো ন্যায্য হিস্যা পায় এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরোধী দলীয় নেতারা।

এছাড়া অন-এরাইভাল ভিসা ও স্কলারশিপ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে। দুই দেশের কানেকটিভিটি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো হবে এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির নেতারা।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বাংলাদেশের ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। বাংলাদেশ ও ভারতের অকৃত্রিম বন্ধুত্ব অক্ষয় থাকবে। ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি জাপা নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর