Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিব চিরন্তনে’র শেষ দিনের আয়োজন শুরু, প্যারেড গ্রাউন্ডে মোদি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৭:০০

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের ১০ দিনের অনুষ্ঠানমালার দশম ও শেষ দিনের আয়োজন শুরু হয়েছে।

‘স্বাধীনতার পঞ্চাশ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’ থিমের শেষ দিনের এই অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পৌঁছেছেন অনুষ্ঠানস্থলে। তাকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নরেন্দ্র মোদিসহ অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত জন। এরপর ৫০ জন শিল্পীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানের প্রথম পর্বে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আলোচনা অনুষ্ঠান। এরপর ৩০ মিনিটের বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। আলোচনা পর্বে সম্মানিত অতিথি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান অতিথি রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। এরপর সম্মানিত অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধাস্মারক। অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করবেন।

বিজ্ঞাপন

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বন্ধুরাষ্ট্র ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নবনির্মিত রাগ ‘মৈত্রী (Moitree)’ পরিবেশনা, ‘পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ, কন্যা দিয়েছে আলো’ শীর্ষক থিমেটিক কোরিওগ্রাফি, ‘বিন্দু থেকে সিন্ধু’ শীর্ষক তিনটি কালজয়ী গান, ঢাক-ঢোলের সমবেত বাদ্য ও কোরিওগ্রাফি সহযোগে ‘বাংলাদেশের গর্জন: আজ শুনুক পুরো বিশ্ব’ পরিবেশন করা হবে। সবশেষে  ফায়ার ওয়ার্কস ও লেজার শো’র মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

সারাবাংলা/এনআর/টিআর

জাতীয় প্যারেড গ্রাউন্ড নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব চিরন্তন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতা দিবস ২০২১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর