Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর পর ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৬:৪৩

ফাইল ছবি

ঢাকা: প্রায় দেড় বছর পর ঢাকা-বরিশাল রুটে আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এবার সপ্তাহে ৭ দিনই ফ্লাইট পরিচালনা করবে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় বরিশাল বিমান বন্দরের লাউঞ্জে ফিতা কেটে ঢাকা-বরিশাল রুটে পুনরায় বিমানের ফ্লাইট উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে, ৪টা ৪০ মিনিটে বরিশাল থেকে এবং সপ্তাহের অন্যান্য ৬ দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ও ৯টা ৪০ মিনিটে বরিশাল থেকে ফ্লাইট ছাড়া হবে।

উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক এমপি যাত্রী স্বল্পতার কারণে বিমানের ফ্লাইট যেন বন্ধ না হয় সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিমানের ফ্লাইট ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

যাত্রী চাপ বাড়লে আগামীতে এই রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে।

বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ ছাড়াও অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বরিশাল বিমান বন্দর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা থেকে ৭২ যাত্রী নিয়ে বিমানের উদ্বোধনী ফ্লাইট সকাল ৯টা ৩৯ মিনিটে বরিশাল আসে এবং বরিশাল থেকে ৩২জন যাত্রী নিয়ে ১১টা ৪৪ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরে যায়।

প্রসঙ্গত, গত বছরের ২১ মার্চ সর্বশেষ বরিশাল বিমান বন্দরে এসেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

ফ্লাইট বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর