Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৩:১০ | আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৬:০২

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে উঠে করুণ সুর।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি’র সঙ্গে পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নেতারা আলাদা আলাদাভাবে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/ইউজে/টিআর

আইজিপি ড. বেনজীর আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর