Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আলোয় স্মরণ গণহত্যার কালরাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ০০:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আলো জ্বেলে একাত্তরের ভয়াল ২৫ মার্চের কালরাত স্মরণ করেছেন ‍মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। ৫০ বছর আগে এ রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। নৃশংস গণহত্যার ইতিহাস সূচিত হয়েছিল এই কালরাতে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টায় নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলনে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রাশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে ভয়াল কালরাতের স্মরণে নগরীর চেরাগি চত্বরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আবৃত্তি, গানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ। এতে বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান  মাকসুদ ও চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। আরও বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাতা সদস্য সুভাস চক্রবর্তী, নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। সঞ্চালনায় ছিলেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধনের শিল্পীরা। গণসঙ্গীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, জেবুন নাহার শরমিন, স্নিগ্ধা শিকদার এবং বোধনের আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, অসীম দাশ আবৃত্তি করেন।

বিজ্ঞাপন

এদিকে, বোধনের আরেক অংশ নগরীর জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কালরাতের স্মরণ অনুষ্ঠান করে। এতে কথামালায় অংশ নেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, স্পৃহা  আবৃত্তি নীড়ের সভাপতি নিশাত হাসিনা শিরিন ও বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল।

বোধনের প্রশিক্ষণ সম্পাদক আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় বিপ্লব কুমার শীল, পাভেল আল মামুন, জসীম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, সুনিপুন সেনগুপ্ত, সুচিত্রা বৈদ্য, ত্রয়ী দে, প্রিয়াংকা দাশ, পলি সরকার, শুভ্র রায়, অংকিতা ভট্টাচার্য, জান্নাতুল আফসান, ঈশা দে, সুকন্যা বৈদ্য, রাজদ্বীপ চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন। বোধনের আবৃত্তিশিল্পীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বৃন্দ প্রযোজনা ‘শোনো একটি মুজিবরের থেকে’ পরিবেশন করেন।

সারাবাংলা/আরডি/টিআর

২৫ মার্চ কালরাত স্মরণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর