প্রগতিশীল জোটের কর্মসূচিতে হামলায় সাংবাদিকসহ আহত ১৫
২৫ মার্চ ২০২১ ২১:০১ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ২২:১১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে প্রগতিশীল ছাত্র জোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত গণতন্ত্র ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক উজ্জল বিশ্বাস জানান, গত পরশু তাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাবির টিএসসি মোড় থেকে নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে ভিসি চত্বরে যাচ্ছিল। তখন ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর ফের হামলা চালায়। এতে সাংবাদিকসহ তাদের ১৫-২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন দৈনিক প্রথম আলোর ঢাবি প্রতিনিধি আসিফ (২২), ইত্তেফাক অনলাইনের সাব এডিটর সাকিব আব্দুল্লাহ (২৭)। আহত অন্যরা হলেন কামরুল হাসান (২৫), সজিব (২৩), আরিফ (২১), মাহমুদ (২২), রাফিন জয় (২১), মাহমুদা দিপা (২২), রুবেল হোসেন (২৪), মাইন আহমেদ (২৩), নাঈম (২৯), মাইনুল (২৩), অর্নব (২৬), শুভ (২৪) ও উজ্জ্বল বিশ্বাস (২৪)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত ১৫ জন হাসপাতালে এসেছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কেউ গুরুতর আহত নয়।
সারাবাংলা /এসএসআর/একে