Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

সারাবাংলা ডেস্ক
২৫ মার্চ ২০২১ ২০:৫২

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে নিউমার্কেট পর্যন্ত যান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

এর আগে, শহীদ মিনারে সমাবেশে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমন্ত্রণ জানানো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। আমাদের স্বাধীনতার চেতনা হলো অসাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িক মোদির আগমনের গণতান্ত্রিক প্রতিবাদ করতে গিয়ে ঢাকায় ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। ছাত্রলীগ আজ সন্ত্রাসী-লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। আমরা মোদির আগমনের প্রতিবাদ করছি। একইসঙ্গে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডেরও প্রতিবাদ করছি।’

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু, সহ সভাপতি মাহবুবা জাহান রুমি, চট্টগ্রাম জেলার সদস্য মো. মোস্তফা, চুয়েট সংসদের চিরঞ্জিত দাশ।

মশাল মিছিল শেষে একাত্তরের সেই ভয়াল কালরাতের স্মরণে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে জেলা ছাত্র ইউনিয়ন।

সারাবাংলা/আরডি/এমও

ছাত্র ইউনিয়ন মশাল মিছিল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর