Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থদের জন্য রমজানে ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ২০:১৭

ঢাকা: রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী দেশের ৬৪টি জেলার চার হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে দুই লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে অর্থ ছাড় করা হয়।

সারাদেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে মোট পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য দুই লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়।

এছাড়াও ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য সাত লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি করপোরেশনের প্রতিটির জন্য পাঁচ লাখ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়।

পাশাপাশি দেশের ৬৪টি জেলায় ‘এ’ ক্যাটাগরি দুই লাখ, ‘বি’ ক্যাটাগরি এক লাখ পঞ্চাশ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য এক লাখ টাকা হারে মোট এক কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মুজিববর্ষে কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

সারাবাংলা/জেআর/এমও

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বরাদ্দ রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর