যে সব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল
২৫ মার্চ ২০২১ ১৯:০৬ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ২১:১০
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত ভিভিআইপিদের গমনাগমনের জন্য ২৬ ও ২৭ মার্চ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এমনকি কিছু কিছু সময়ের জন্য অনেক সড়কে যান চলাচল বন্ধও করা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামী শুক্রবার (২৬ মার্চ) ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল সাড়ে ১০টায় মোদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে। এরপর যথারীতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
এরপর রাত ৮টা ১০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ উদ্বোধন এবং মোদির সঙ্গে সৌজন্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলাচলের কারণে ঠিক কোন কোন সড়কে যান চলাচল থাকবে না তা ডিএমপি থেকে স্পষ্ট করা না হলেও ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী-আগারগাঁও হয়ে সাভার স্মৃতি সৌধে যাবেন। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আসবেন। সেখান থেকে শাহবাগে হোটেল সোনারগাঁওয়ে যাবেন। হোটেল সোনারগাঁও থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ড এবং সেখান থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাবেন। সেখানে অনুষ্ঠান শেষে তিনি পুনরায় হোটেল সোনারগাঁওয়ে যাবেন। মোদির চলাচলের আগে থেকে এই সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আর শনিবার (২৭ মার্চ) রাজধানীতে মুভমেন্ট ছাড়াও সাতক্ষীরার ও গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
এদিকে মোদির আগমন উপলক্ষে বাস পরিবহনগুলোর মালিক ও শ্রমিকদের শুক্রবার ও শনিবার রাজধানীতে বাস না চালানোর জন্য মৌখিকভাবে নিষেধ করেছে পুলিশ। একটি কোম্পানির মোট বাসের ৫ থেকে ১০ শতাংশ বাস চালাতে বলা হয়েছে। সেটাও সময় ও সুযোগ বুঝে সড়কে নামতে বলা হয়েছে। তবে ঢাকা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ জানিয়েছেন, সীমিত আকারে বাস চালানোর একটা নির্দেশনা রয়েছে আমাদের ওপর। দেশের স্বার্থে সরকারের যে কোনো পদক্ষেপের পাশে সড়ক পরিবহন মালিক সমিতি।
তিনি আরও বলেন, ‘শুক্রবার ও শনিবার এমনিতেও রাজধানীর সড়কে মানুষজন কম থাকে। তবে শুক্রবারের চেয়ে শনিবার সড়কে পরিবহন বেশি থাকবে।’
অন্যদিকে ভিভিআইপিদের চলাচলের স্বার্থে রাজধানীর সড়কগুলো যাতে মোটামুটি ফাঁকা থাকে সে জন্য প্রধান মার্কেটগুলোও বন্ধ রাখতে বলা হয়েছে। এমনিতেও শুক্রবার রাজধানীর বেশিরভাগ মার্কেট বন্ধ থাকে।
নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী আলমাস হোসেন সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার ও শনিবার মার্কেট বন্ধ রাখতে বলেছেন সমিতি থেকে। কী জানি, কোন কোন দেশের প্রেসিডেন্ট আসবে। নরেন্দ্র মোদি আসবে সে জন্য।’
তবে মার্কেট বন্ধের বিষয়ে কিছু বলতে রাজি হননি নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান।
কল্যাণপুরের শ্যামলী বাস কাউন্টারের টিকিট মাস্টার মো. রাজীব বলেন, ‘আগামীকাল শুক্রবারের জন্য কোনো টিকিট বুক রাখা হচ্ছে না। যাত্রীরা এসে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কোনো ক্লিয়ার ম্যাসেজ দিচ্ছে না।’
মার্কেট বন্ধ থাকবে কি-না জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘দোকান বা মার্কেট বন্ধের এমন কোনো নির্দেশনা আসেনি। তবে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই দোকান বন্ধ রাখবেন।’
সারাবাংলা/ইউজে/একে