Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ মাসেও ফল হয়নি সাত কলেজে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৭:৪০

ঢাকা: পরীক্ষার শেষ হওয়ার ১৫ মাস পেরিয়ে গেলেও এখনো ফল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রাণিবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। এই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০১৯ সালে ডিসেম্বর মাসে তাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই বিভাগের শিক্ষার্থীরা ফল না পেলেও এরই মধ্যে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করতে করতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস বলছে, মার্চ মাসের ১৬ থেকে ৩০ তারিখের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। যেখানে প্রথম বর্ষের ফলই হয়নি, সেখানে তাড়াহুড়ো করে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের নোটিশে শিক্ষার্থীরা উদ্বেগ জানিয়েছেন। এছাড়া বিভিন্ন বিভাগের ফল বিপর্যয়ের খবরেও তারা হতাশ হয়ে পড়েছেন।

সাত কলেজের সমন্বয়কারী অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানান, সাত কলেজের যেসব বিভাগের ফলাফল প্রকাশ করা বাকি আছে, সেগুলো প্রকাশের চেষ্টা চলছে। তিনি ফল বিপর্যয় নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

সারাবাংলা/টিএস/টিআর

ফল প্রকাশ সাত কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর