Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালের সেরা কর্মীদের পুরস্কৃত করলো পদ্মা ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২৫ মার্চ ২০২১ ১৭:০৫

ঢাকা: জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতেও ব্যাংকের অগ্রগতিতে অবদান রাখায় সেরা ২০ জন কর্মীকে পুরস্কৃত করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ডিপোজিট সংগ্রহে দশ, রিকভারিতে আট এবং অন্যান্য বিভাগের আরও দু’জনকে এই পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ)রাজধানীর গুলশান হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণাদায়ী এই পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ‘ব্যাংকের সব কর্মীই সেরা। তারপরও সবার মাঝে প্রতিযোগিতার আবহ তৈরি করতে প্রতীকী এই পুরস্কার দেওয়া হয়েছে। কর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই পদ্মা ব্যাংক শতভাগ ডিজিটালাইজড হতে চলেছে।’ এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মীদের গ্রাহক সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, সিএফও মো. শরিফুল ইসলাম, এসইভিপি ল’ অ্যান্ড রিকভারি ফিরোজ আলমসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এমও

পদ্মা ব্যাংক সেরা কর্মী