Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারপোল শিগগিরই পি কে হালদারকে গ্রেফতার করবে: দুদক আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৬:১৫ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৮:২৩

ঢাকা: বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) অচিরেই ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার হবেন বলে আশা প্রকাশ করছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আশা প্রকাশ করে বলেন, ‘অচিরেই পি কে হালদার গ্রেফতার (ইন্টারপোলের মাধ্যমে) হবেন। এরই মধ্যে ইন্টারপোল তাদের সব অফিসে পি কে হালদারকে গ্রেফতারের জন্য রেড এলার্ট নোটিশ পাঠিয়ে দিয়েছে।’

পি কে হালদার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘পি কে হালদার সম্পর্কে সর্বশেষ তথ্য হলো ইন্টারপোল তাদের প্রত্যেকটি অফিসে রেড এলার্ট সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমরা আশা করছি অচিরেই পি কে হালদারকে গ্রেফতার করা যাবে।’

অচিরেই বলতে কবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি শিগগিরই তিনি গ্রেফতার হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইন্টারপোল তাদের সব অফিসে নোটিশ দিয়েছে। এমনকি এ মামলার তদন্তও দ্রুত গতিতে এগিয়ে চলছে।’

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অনেককে অব্যাহতি দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী বলেন, ‘ইকবাল মাহমুদের কাউকে অব্যাহতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটা সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে। কমিশন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। কোন মামলার কার্যকম চলবে, কোনটা শেষ হবে, কোনটা হবে না। কোনটার তদন্ত রিপোর্ট দাখিল হবে কিংবা হবে না। এই সব সিদ্ধান্ত নেয় কমিশন। একক ব্যক্তি ইকবাল মাহমুদ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। আইন সেটা সমর্থন করে না।’

বিজ্ঞাপন

এছাড়া মামলা হওয়ার পরে দুদক যখন ফাইনাল রিপোর্ট দেয়। তখন আদালতের কাছে ওই ফাইনাল রিপোর্ট মঞ্জুর হতে হয়। আদালত ওই ফাইনাল রিপোর্ট অনেক সময় গ্রহণ না করে পুনঃতদন্তের জন্য পাঠায় বলেও তিনি জানান।

গত পাঁচ মাসে দুদক কতগুলো মামলার অনুসন্ধান কাজ শেষ করেছে, কতগুলো মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছে বলে আদালতের জানতে চাওয়ার বিষয়ে দুদকের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আদালত যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে সবকিছু আদালতে দাখিল করা হবে।’

সারাবাংলা/কেআইএফ/এমও

দুদক আইনজীবী পি কে হালদার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর