Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধ আজীবন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা জোগাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৫:০৭

জি এম কাদের

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিনন্দন জানান।

জিএম কাদের বলেন, ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তীর এই শুভক্ষণে আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে শপথ নিই। যে স্বপ্ন দেখে গেছেন জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।’

বিজ্ঞাপন

বাণীতে তিনি বলেন, ‘স্বাধীনতার সুর্বণজয়ন্তীর বছরে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বাঙালি জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে সারা জীবন নিবেদিত ছিলেন বাঙালির অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ-সামাজিক উন্নয়নে।’

জিএম কাদের বলেন, ‘বিনম্র চিত্তে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি ৩০ লাখ বীর শহিদদের, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। সশ্রদ্ধ সালাম সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনবাজী রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন তিনি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রাম বাঙালির জীবনে এক অবিনশ্বর চেতনা, বাঙালির শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আমাদের আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা জোগাবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অনুপ্রেরণা জাপা চেয়ারম্যান জিএম কাদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর