টঙ্গীতে তুলার গোডাউনে আগুন
লোকাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৩:০৮ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৪:১২
২৫ মার্চ ২০২১ ১৩:০৮ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৪:১২
টঙ্গী(গাজীপুর): সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডের মাছিমপুর কপার্টি মার্কেটের কয়েকটি তুলার গোডাউনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৯ টা ৫০ মিনিটে মার্কেটের মাসুদ এন্টারপ্রাইজের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের বেশ কয়েকটি তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইকবাল হাসান সারাবাংলাকে জানিয়েছেন তদন্ত সাপেক্ষে পরে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
সারাবাংলা/একেএম