‘ঈদের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান’
সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১২:৩৬ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৫:৩০
২৫ মার্চ ২০২১ ১২:৩৬ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৫:৩০
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় ঈদুল ফিতরের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এ কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে শিক্ষক-শিক্ষার্থী সবাই ক্ষতির মুখে পড়ে। বিকেলে জাতীয় কমিটির সঙ্গে বসে করোনা সংক্রমণ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু করোনা সংক্রমণ সারা বিশ্বের সাথে বাংলাদেশেও তাল মিলিয়ে বাড়ছে সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রেখে ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে।
সারাবাংলা/এনআর/টিএস/একেএম