Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২১ ১১:৪৪

উত্তর কোরিয়া দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই খবর জানালেও তারা বিস্তারিত কিছু জানাতে পারেনি। তবে, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা বলেছেন, জাপান সাগর যা পূর্ব কোরিয় সাগর নামেও পরিচিত, সেখানে দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুসারে যা তারা করতে পারে না। খবর ডয়চে ভেলে।

বিজ্ঞাপন

সুগা বলেন, এক বছর পর এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর ফলে জাপান এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তার সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

অন্যদিকে, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরই দক্ষিণ কোরিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর সপ্তাহখানেক আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তবে তা ব্যালেস্টিক মিসাইল নয়, ছোট পাল্লার নন-ব্যালেস্টিক মিসাইল। তখন অবশ্য যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, নন-ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার ওপর জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই। বাইডেন তখন বলেছিলেন, এটা স্বাভাবিক ঘটনা।

তবে, ওই নন-ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষার সময়টা ছিল উল্লেখযোগ্য। তখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়া চলছিল। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিনও সিউলে ছিলেন। ব্লিংকেন বারবার চীনকে অনুরোধ করছিলেন, উত্তর কোরিয়া যেনো পরমাণু অস্ত্র না বানায় তাদেরকে তা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনই উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে চায়। এ ব্যাপারে পিয়ংইয়ং বলছে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতি শত্রুতার মনোভাব না ছাড়ে, তাহলে তারা এ নিয়ে আলোচনা করতে চায় না। হোয়াইট হাউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করা হবে। তারপর ওই আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

উত্তর কোরিয়া জাপান টপ নিউজ দক্ষিণ কোরিয়া ব্যালেস্টিক মিসাইল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর