Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাল্লার সহিংসতায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১১:০৩ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৫:৩৩

সুনামগঞ্জ: শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সেই পোস্টদাতা ঝুমন দাসের (২৩) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট করায় ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ।

এর আগে, ১৬ মার্চ রাতে আটকের পর ঝুমন দাসকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।

সারাবাংলা/একেএম

ডিজিটাল নিরাপত্তা আইন নোয়াগাঁও গ্রাম শাল্লার সহিংসতা সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর