ভ্যাকসিন রফতানি স্থগিত করেছে ভারত
২৫ মার্চ ২০২১ ০৯:২৯ | আপডেট: ২৫ মার্চ ২০২১ ১৫:০০
অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ভারত। খবর বিবিসি।
এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে বাড়তে থাকা করোনা সংক্রমণ পরিস্থিতিতে অভ্যন্তরীণ চাহিদার কথা চিন্তা করে ভ্যাকসিন রফতানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গঠিত অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন নিশ্চিতকরণ উদ্যোগ – কোভ্যাক্স ক্ষতির মুখে পড়তে পারে।
এরই মধ্যে, অক্সফোর্ড ভ্যাকসিনের উৎপাদক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ব্রাজিল এবং যুক্তরাজ্যের ভ্যাকসিন চালান আটকে দিয়েছে।
এর আগে, ভারত থেকে বিশ্বের ৭৬ দেশে ছয় কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি করা হয়েছে। কিন্তু, দুই বার রূপান্তরিত করোনার নতুন একটি ধরন ভারতে শনাক্ত হওয়ার পরে বেশি মাত্রায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে ভ্যাকসিন রফতানির ওপর সাময়িক স্থগিতাদেশ আসলো।
সারাবাংলা/একেএম