Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোল পূর্ণিমায় এবার বসছে না লালন স্মরণের আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২৩:৩২ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৭:১৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে এ বছর দোল পূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসব আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। দেশের বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ‘লালন স্মরণোৎসব-২০২১’ বন্ধ রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বিকেলে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চলমান করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে বড় ধরনের যেকোনো গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখনো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেক মানুষ আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। বড় ধরনের কোনো গণজমায়েত করা হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, বিষয়গুলো নিয়ে গত ১ মার্চ লালন একাডেমিক অ্যাডহক কমিটির সভায় আলোচনা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়— সরকারি নির্দেশনা ও বর্তমান করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব বিবেচনায় দোল পূর্ণিমা তিথিতে লালন স্মরণোৎসবের মতো বিশাল জনসমাগম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে আসন্ন লালন স্মরণোৎসব-২০২১ উদযাপন করা সম্ভব হচ্ছে না।

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম বাউল সম্রাট লালন শাহ’র সব ভক্ত, সাধক, গুণীজনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বছর অক্টোবর মাসেও করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লালন শাহ’র তিরোধান দিবসের অনুষ্ঠান হয়নি।

সারাবাংলা/টিআর

ছেউড়িয়া জেলা প্রশাসক দোল পূর্ণিমা তিথি লালন স্মরণোৎসব লালনের আখড়াবাড়ি