Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভোট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২২:২০

ঢাকা: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও কল্যাণ ট্রাস্টের ২০২১-২০২২ মেয়াদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের যুগ্ম সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের নির্বাচনে পাঁচটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেই নির্বাচন স্থগিত করা হলো।

বিজ্ঞতিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও কল্যাণ ট্রাস্টের নির্বাচন আগামী ৩১ মার্চ ধার্য করা হয়। কিন্তু দেশের চলমান করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যাপক লোকের সমাগমের আশঙ্কা রয়েছে।

মহামারির এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ ভাইরাস ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী। সে কারণে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান না করার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনার একমত পোষণ করেছেন।

এমন অবস্থায় কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক/উন্নতি না হওয়া পর্যন্ত আগামী দুইমাসের জন্য অথবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী বিনোদন ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় ও কল্যাণ ট্রাস্টের ২০২১-২০২২ সেশনের নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া মাত্র পরবর্তীতে অতিদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ও সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

কর্মচারী কল্যাণ ট্রাস্ট সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর