Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধ নিয়ে ভাবছেই না ডিএনসিসি!

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২২:০৮ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ২২:১৬

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, বিষয়টি তাদের ভাবনাতেই নেই।

বুধবার (২৪ মার্চ) দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র তাপস।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, আমি আপনাদের (গণমাধ্যমকর্মী) মাধ্যমে ঢাকাবাসীর কাছে নিবেদন রাখব। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।

তিনি বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, রাত ৮টার মধ্যে সবকিছু বন্ধ হোক। এতে সংক্রমণ কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ স্বাস্থ্যবিধি পরিপালন করে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

সন্ধ্যায় দক্ষিণ সিটি মেয়রের আহ্বানের বিষয়টি জানিয়ে মতামত জানতে চাইলে  ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, করোনার সংক্রামণ বিবেচনায় আমরা দোকানপাট বন্ধের বিষয়ে কোনো আহ্বান জানাচ্ছি না। আমরা মনে করি, জনগণ সচেতন হলে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

রাজধানী ঢাকা সিটি করপোরেশন হিসেবে দুই ভাগে বিভক্ত হলেও রাজধানীবাসী তো একই শহরের নাগরিক। সেক্ষেত্রে দক্ষিণে রাত ৮টার মধ্যে সবকিছু বন্ধ হলে এবং উত্তরে বন্ধ না হলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হবে কি না— এমন প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা দোকানপাট বন্ধের বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত বা আহ্বান কোনোটাই জানাব না। আর দক্ষিণ কেন আহ্বান জানিয়েছে, সে বিষয়ে আমার কোনো মতামত নেই।

বিজ্ঞাপন

তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, দুই সিটি আলাদা হলেও নাগরিকরা যেহেতু একই শহরে বসবাস করেন, তাই দুই সিটি করপোরেশনের সিদ্ধান্ত একইরকম হওয়া প্রয়োজন। যে সিদ্ধান্তই হোক, দুই সিটির মধ্যে সমন্বয়টা থাকতে হবে।

নগর বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান সারাবাংলাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চয় কোনো নির্দিষ্ট সময়ের আগে-পরে বাড়ে বা কমে না। তাই মার্কেট একটা নির্দিষ্ট সময় পর বন্ধ করলে করোনার সংক্রামণ কমবে— এটা হয়তো খুব সঠিক কোনো পদক্ষেপ নয়।

তিনি বলেন, সংক্রমণ কমাতে চাইলে বড় ধরনের উদ্যোগ নিতে হবে, যেখানে সার্বিকভাবে সবাই সেই উদ্যোগ মেনে চলবে। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে মার্কেট বন্ধ করার ঘোষণা বা নির্দেশনা কার্যকর হলে বরং বাকি সময়ে মার্কেটগুলোতে ভিড় আরও বাড়তে পারে। এর প্রমাণ আগেও দেখা গেছে।

ড. আদিল আরও বলেন, রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের যে আহ্বান মেয়র তাপস জানিয়েছেন, সেটি যদি শুধু দক্ষিণের জন্য প্রযোজ্য হলে খুব একটা লাভও হবে না। কারণ দুই সিটির মধ্যে কিন্তু রাজধানীবাসীর যাতায়াত রয়েছে। ফলে এমন আহ্বানে হয়তো জনগণের সাড়া মিলবে না। কারণ সমন্বয়হীন কাজে জনগণ সম্পৃক্ত হয় না। সুতরাং আহ্বান কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে হয়তো রূপ নেবে না।

সারাবাংলা/এসএইচ/টিআর

টপ নিউজ ডিএনসিসি ডিএনসিসি মেয়র ডিএসসিসি মেয়র তাপস দোকানপাট বন্ধ মার্কেট বন্ধ মেয়র আতিকুল ইসলাম রাত ৮টায় বন্ধের আহ্বান শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর