Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সংকটে রাজধানীবাসী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২০:০৫

ঢাকা: বিতরণ কোম্পানিগুলোর তথ্যমতে, বর্তমানে গ্যাসের দৈনিক চাহিদা গড়ে প্রায় সাড়ে ৩ হাজার মিলিয়ন ঘনফুট। আর এর বিপরীতে সরবরাহ করা হয় ২৯০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ আগে থেকেই ৬ শ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।

অন্যদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির সরবরাহ ৬৪০ মিলিয়ন ঘনফুট, সরবরাহ হচ্ছে ৫৭০ মিলিয়ন ঘনফুট। সে হিসাব করলে আগের ৬শ মিলিয়ন ঘনফুটের সঙ্গে আরো ৭০ মিলিয়ন ঘনফুট যুক্ত হয়েছে। গ্যাস সরবরাহের এই বিরাট ঘাটতির প্রভাব পড়েছে নগর জীবনে।

বিজ্ঞাপন

রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাস সংকটের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও গ্যাসের চাপ কম রয়েছে। হঠাৎ করেই এলএনজি সরবরাহ কমে যাওয়া এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, এখন গড়ে ৬০০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ করা হয়। মঙ্গলবার (২৩ মার্চ) থেকে সরবরাহ কিছুটা কমেছে। পরশু থেকে সরবরাহ বাড়বে বলে জানান তিনি। তখন সাড়ে ৭০০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ করা যাবে বলে জানান তিনি।

এদিকে আমিন বাজারের রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটের গ্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর এলাকায় দুদিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দেড়দিন পর আস্তে আস্তে গ্যাস সঞ্চালন শুরু হয়। কিন্তু বুধবার (২৪ মার্চ) থেকে আবার নতুন করে কয়েকটি এলাকায় গ্যাস সংকট তৈরি হয়।

তিতাসের কর্মকর্তারা বলছেন, পাইপ মেরামতের কাজ এখনো শেষ হয়নি তার সঙ্গে যোগ হয়েছে গ্যাস ঘাটতি।

এ প্রসঙ্গে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল নুরুল্লাহ জানান, পাইপ মেরামতের কাজ প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে। কিন্তু এখন আবার এলএনজি সরবরাহ কমে গেছে। সরবরাহ না বাড়লে কিছুটা ভোগান্তি পোহাতে হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, রামপুরা, বনশ্রী, হাজিপাড়া, মানিকনগর, মান্ডা, ওদিকে মিরপুরের বেশ কয়েক এলাকায় গ্যাস ছিলোনা সারাদিন। পল্লবী, কালশি, রূপনগরসহ পুরান ঢাকার কয়েকটি এলাকায়ও সারাদিন গ্যাস সংকট ছিল না বলে জানা যায়।

সারাবাংলা/জেআর/একে

গ্যাস সংকট রাজধানী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর