Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা চতুর্থবারেও ব্যর্থ নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২১ ১৯:২৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ২১:৫২

ইসরায়েলে মঙ্গলবার (২৩ মার্চ) দুই বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে ফের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হচ্ছেন। খবর বিবিসি।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুড পার্টির নেতৃত্বাধীন ডানপন্থিরা ৫৯টিতে জয়লাভ করেছে। কিন্তু, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ৬১ আসন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সাল থেকে ইসরায়েলে তিনটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনগুলোতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বিবিসি জানাচ্ছে, ইসরায়েলের আরব অধ্যুষিত রাজনৈতিক দল রাম পাঁচ আসন ডানপন্থিদের দিয়ে উদ্ভূত সংকটের সমাধান করতে পারে। যদি তাই হয় তবে তা ইসরায়েলের ইতিহাসে এক অনন্য ঘটনার জন্ম দেবে।

ইসরায়েলের নির্বাচনি ব্যবস্থা এমন যে এখানে কোনো একক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন মোটামুটি অসম্ভব। তাই নির্বাচনে অংশ নেওয়া ডানপন্থি এবং মধ্যপন্থিদের রাম এবং ইয়ামিনার মতো জাতীয়তাবাদী দলগুলোকে সঙ্গে নিয়ে জোট গঠন করতে হবে।

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে আরও এক সপ্তাহের মতো সময় লাগবে। এর মধ্যে যদি রাজনৈতিক দলগুলো আসন নিয়ে নিজেদের মধ্যে সমঝোতা করতে না পারে তাহলে দেশটিতে পঞ্চম দফা নির্বাচন আয়োজিত হবে।

সারাবাংলা/একেএম

ইসরায়েল টপ নিউজ বেনজামিন নেতানিয়াহু সাধারণ নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর