Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৮:৪৭

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২৪ মার্চ) এক বিবৃতিতে জিএম কাদের নরেন্দ্র মোদির আগমনকে স্বগতম জানান।

বিবৃতিতে তিনি বলেন, নরেন্দ্র মোদির এই গুরুত্বপূর্ণ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করে যাবে। কারণ আমরা একটি কৃতজ্ঞ জাতি। আমরা ভারতের সঙ্গে সবসময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি। আমি আশা করি এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

জি এম কাদের মোদি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর