Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: ভারতে মিলেছে ‘দুইবার রূপান্তরিত’ নতুন ধরন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২১ ১৮:২৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৯:২৫

নভেল করোনাভাইরাসের দুইবার রূপান্তরিত (ডবল মিউটেশন) নতুন এক ধরন মিলেছে ভারতে। দেশটির ১৮ রাজ্য থেকে সংগ্রহীত নমুনার মধ্যে ৭৭১ জনের মধ্যে ওই নতুন ধরনের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ১০ হাজার ৭৮৭ নমুনার মধ্যে ৭৩৬ জনের মধ্যে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন এবং ৩৪ জনের মধ্যে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরন এবং একজনের মধ্যে ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে, এমন এক সময় করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার খবর জানান হলো যখন ভারতে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ২৬২ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

তবে, ভারতের সরকারি কর্তৃপক্ষ দাবি করছে দেশটিতে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ার সঙ্গে নতুন ধরন পাওয়ার কোনো সম্পর্ক নেই।

এ ব্যাপারে ভারতের শীর্ষ ভাইরোলজিস্ট শহিদ জামিল বিবিসিকে জানিয়েছেন, ভাইরাসের এই ধরনের মধ্যে দুইটি রূপান্তর যুগপৎ সংগঠিত হয়েছে। এ কারণে ভাইরাসের স্পাইক প্রোটিন শক্তিশালী হবে। যা খুব সহজেই মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কোষের মধ্যে ঢুকে পড়বে।

অন্যদিকে, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০ জাতীয় পরীক্ষাগারে সংগ্রহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হচ্ছে। ওই পরীক্ষাগার গুলো থেকেই নতুন এই তথ্য জানানো হয়েছে বলে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ দুইবার রূপান্তর নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর