Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা সংক্রমণ বাড়লেও লকডাউনের পরিকল্পনা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৫:৩০ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৯:০২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও এখন পর্যন্ত সীমিত আকারে লকডাউন বা সাধারণ ছুটির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘লকডাউনের বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সর্বোচ্চ পর্যায় থেকে যদি সিদ্ধান্ত হয়, তখন আমরা জানিয়ে দেবো। লকডাউনের বিষয় সঙ্ক্রান্ত পদক্ষেপ স্বাস্থ্য মন্ত্রণালয় নেয় না। এই মুহূর্তে আমরা স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবার ওপর বেশি জোর দিচ্ছি।’

তিনি বলেন, ‘যেসব জায়গার কারণে সংক্রমণ বাড়ছে, ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি মনে করি সংক্রমণের হার কমে যাবে। কাজেই উৎপত্তিস্থলগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তারপর আমরা অন্যকিছু চিন্তা করব।’

মন্ত্রী বলেন, ‘করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, এতে সচেতন না হলে প্রতিরোধ কার্যক্রম সংকটে পড়বে। করোনা শনাক্তের হার ১৩ শতাংশে উঠে গেছে। পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলোতে জনসমাগম, ওয়াজ মাহফিল ও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের কারণে বাড়ছে সংক্রমণ। তাই জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ঢাকার পাশাপাশি ঢাকার কাছের জেলাগুলোতেও কোভিড ইউনিট বাড়াতে বলা হয়েছে। উত্তর সিটির আইসোলেশন সেন্টারও আবার চালু হবে। সংক্রমণ ঠেকানো এবং আক্রান্তদের চিকিৎসায় সরকার আন্তরিক। তবে রোগের বিস্তার রোধে মানুষকে আরও সচেতন হতে হবে। রোগের উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যে হারে আসছে, এভাবে চলতে থাকলে এই ব্যবস্থায় কুলাবে না।’

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে, অর্থনীতিকে রক্ষা করতে হলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেই হবে। বেশি ঘোরাঘুরি কমিয়ে ফেলতে হবে।’

সারাবাংলা/এসবি/এসএসএ

করোনাভাইরাস টপ নিউজ লকডাউন সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর