Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোটে শেরিং-শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৫:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:৫৫

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। কার্যালয়ের টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ঢাকায় আসেন লোটে শেরিং।

সফরের প্রথম দিনে লোটে শেরিং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লোটে শেরিং।

এরপর আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার (২৫ মার্চ) ভুটান ফিরবেন লোটে শেরিং।

সারাবাংলা/এনআর/এমআই

লোটে শেরিং শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর